আইভী শিবিরে জয়োল্লাস

ভোটের পূর্ণাঙ্গ ফল এখনও আসেনি, তবে কী হচ্ছে, তার আঁচ পেয়েই জয়োল্লাসে মেতেছেন সেলিনা হায়াৎ আইভীর সমর্থকরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2022, 02:16 PM
Updated : 16 Jan 2022, 05:11 PM

আইভীর সমর্থকরা বলছেন, টানা তৃতীয়বার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হতে চলেছেন নৌকার প্রার্থী।

রোববার দিনভর ভোটগ্রহণের পর নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার যে ফল ঘোষণা করছিলেন, তাতে আইভীকে এগিয়ে থাকতে দেখা যায়।

আর তাতেই পাড়ায়-পাড়ায় বিজয় মিছিল শুরু করে দেন আইভী সমর্থকরা।

শহরের দেওভোগ এলাকায় আইভীর বাসভবন ‘চুনকা কুটির’র পাশে প্রধান নির্বাচনী ক্যাম্পে সমবেত হয়েছেন কয়েক হাজার সমর্থক। তারা স্লোগান দিয়ে আতশবাজি ফুটিয়ে উল্লাস করছেন।

আইভীর নির্বাচনী ক্যাম্পে বড় প্রজেক্টর বসিয়ে বিভিন্ন কেন্দ্র থেকে প্রচারিত ফলাফল ঘোষণা করা হচ্ছে। একের পর এক মিছিল নিয়ে সেখানে সমবেত হচ্ছেন নেতাকর্মীরা।

আইভীর এক স্বজন জানান, মেয়র প্রার্থী বাসায়ই রয়েছেন।

রাত ৮টার দিকে আইভী সমর্থকদের একটি মিছিল জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে ঢুকছিল, যেখানে তখনও নির্বাচনের ফল পরিবেশন করছিলেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।

মিছিল দেখে জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান মাইকে বলেন, নির্বাচনের ৭২ ঘণ্টা পর পর্যন্ত মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা রয়েছে। মিছিল নিয়ে ঢুকলে তা বরদাশত করা হবে না।

এরপর মিছিলটি ঘুরে চলে যায়।