দেশে ওমিক্রনে আক্রান্ত আরও ১ জন শনাক্ত

দেশে আরও একজনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2022, 07:18 PM
Updated : 8 Jan 2022, 07:18 PM

এ নিয়ে এক মাসের মধ্যে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২১ জন।

শনিবার শনাক্ত রোগী ২২ বছর বয়সী একজন পুরুষ। তিনি ঢাকার বাসিন্দা। এ পর্যন্ত যারা করোনাভাইরাসের নতুন এই ধরনে আক্রান্ত হয়েছেন তাদের সবার বাড়ি ঢাকায়।

গত ৯ ডিসেম্বর করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমিত প্রথম রোগী শনাক্তের খবর এসেছিল। তারা ছিলেন আফ্রিকা সফর করে আসা নারী ক্রিকেটার।

এরপর বুধবার নাগাদ এ সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছিল। পরদিন আরও ১০ কোভিড রোগীর ওমিক্রন শনাক্ত হয়।

শনিবার নতুন করে বাংলাদেশের আরও একজন কোভিড রোগীর ওমিক্রনে সংক্রমিত খবর দেয় জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি)।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের মহামারী শুরুর পর গত বছরের প্রথম ভাগে বিপর্যয় নিয়ে আসে ডেল্টা। এরপর টিকাদানসহ নানা পদক্ষেপে পরিস্থিতির উন্নতির মধ্যেই দক্ষিণ আফ্রিকায় দেখা দেয় নতুন ধরন ওমিক্রন।

এরপর থেকে পুরো বিশ্বে দাপট দেখাচ্ছে ওমিক্রন। যুক্তরাষ্ট্র এবং ইউরোপে রোগীর সংখ্যা আবার হু হু করে বাড়ছে। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতেও এ ধরনে আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে, ওমিক্রনের দাপটে বিশ্বে গত এক সপ্তাহে রোগী শনাক্তের হার আগের সপ্তাহের চেয়ে ৭১ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন