দেশজুড়ে স্কুল শিক্ষার্থীদের টিকা ৮ থেকে ১৫ জানুয়ারি

জন্মনিবন্ধন তথ্য দিয়ে সুরক্ষা অ্যাপে নিবন্ধনের মাধ্যমে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2021, 03:52 PM
Updated : 31 Dec 2021, 03:52 PM

৮ থেকে ১৫ জানুয়ারির মধ্যে দেশজুড়ে এসব শিক্ষার্থীদের টিকা দেওয়া শেষ করার পরিকল্পনা করা হয়েছে বলে মাউশি এক অফিস আদেশে জানিয়েছে।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

আদেশে বলা হয়, যেসব শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন নেই এবং যাদের ১৬ ডিজিটের নিবন্ধন নম্বর নেই, তাদের পুনরায় নিবন্ধন করতে হবে।

টিকা গ্রহণযোগ্য শিক্ষার্থীদের প্রতিষ্ঠানভিত্তিক তালিকা ৭ জানুয়ারির মধ্যে সিভিল সার্জন অফিসে পাঠানোর বিষয়টি জেলা শিক্ষা অফিসার ও উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের নিশ্চিত করতে হবে।

৮ থেকে ১৫ জানুয়ারির মধ্যে টিকা দেওয়ার নির্ধারিত দিনে শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিশ্চিত করতে বলা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল জেলা শিক্ষা কর্মকর্তা, থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষার্থীদের টিকা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মহামারীর দেড় বছর পেরিয়ে পরীক্ষামূলক প্রয়োগের পর গত ১ নভেম্বর ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল দিয়ে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলপড়ুয়াদের কোভিড টিকাদান কর্মসূচির সূচনা হয়।

এই শিশুদের ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হয়। প্রাথমিকভাবে ঢাকার আটটি কেন্দ্রে একযোগে চলে টিকাদান।

এখন সারা দেশে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার উদ্যোগ নিল সরকার।