রমিজ উদ্দিন কলেজ সংলগ্ন আন্ডারপাস চালু শিগগির: আইএসপিআর

রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজসংলগ্ন আন্ডারপাস শিগগিরই চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2021, 03:52 PM
Updated : 19 Dec 2021, 03:55 PM

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণাধীন আন্ডারপাসটি রোববার সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঘুরে দেখেন।

আন্ডারপাস সরেজমিনে ঘুরে দেখে সেনাবাহিনী প্রধান বিভিন্ন দিকনির্দেশনা দেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সড়ক ও মহাসড়ক বিভাগের নির্বাহী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী সেখানে ছিলেন।

২০১৮ সালের ২৯ জুলাই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনের সড়কে বাসের চাপায় শিক্ষার্থী আবদুল করিম রাজীব (১৭) ও দিয়া খানম মিম (১৬) মারা গেলে নিরাপদ সড়কের দাবিতে দেশজুড়ে আন্দোলন হয়।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আন্ডারপাস নির্মাণের নির্দেশ দেন।

শিগগিরই প্রধানমন্ত্রী আন্ডারপাসটি উদ্বোধন করার পর তা সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে আইএসপিআর জানিয়েছে।

এটা চালু হলে বিমানবন্দর সড়কসংলগ্ন বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্ব সাধারণের জন্য সড়ক পারাপার আরও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন