ঢাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর জাহাঙ্গীর গেইট এলাকায় মধ্যরাতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে, আহত হয়েছেন আরেকজন। 

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2021, 05:36 AM
Updated : 9 Dec 2021, 05:36 AM

কাফরুল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, বুধবার রাত ১টার দিকে জাহাঙ্গীর গেইটের সামনের সড়কে ট্রাকটি পেছন থেকে ওই মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

নিহত নাঈম শেখ (২৭) একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। বন্ধু মেহেদী হাসানের (২৮) মোটরসাইকেলে করে রাতে দক্ষিণখানের মোল্লারটেকের বাসায় ফিরছিলেন তিনি। আহত মেহেদীকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি হাফিজুর রহমান বলেন, নাঈম ও মেহেদী মহাখালীর দিকে যাচ্ছিলেন। ট্রাকটিও যাচ্ছিল একই দিকে। জাহাঙ্গীরগেইটের সামনে ডান দিকে মোড় নেওয়ার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ওই ট্রাক।

দুর্ঘটনার পরপরই নাঈমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মেহেদীকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা রাত আড়াইটার দিকে নাঈমকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।

চিকিৎসকের বরাত দিয়ে ওসি হাফিজুর রহমান বলেছেন, সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি মেহেদী এখন ঝুঁকিমুক্ত। 

ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।