স্কুলে ভর্তির আবেদনের সময় বেড়েছে

সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2021, 10:40 AM
Updated : 8 Dec 2021, 10:40 AM

সরকারি স্কুলে ১০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত এবং বেসরকারি স্কুলে ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।

সারাদেশের বিভিন্ন প্রান্তের অভিভাবকদের অনুরোধে সময় বাড়ানো হয়েছে বলে বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর- মাউশি।

২৫ নভেম্বর সকাল ১১টা থেকে স্কুলে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়, যা বুধবার বিকাল ৫টা পর্যন্ত চলার কথা ছিল।

এবারও লটারির মাধ্যমে স্কুলে ভর্তি হবে। সরকারি মাধ্যমিক স্কুলে ১৫ ডিসেম্বর এবং বেসরকারি মাধ্যমিক স্কুলে ১৯ ডিসেম্বর ডিজিটাল লটারি হবে ।

মাধ্যমিকের স্কুলগুলোর ভর্তির জন্য https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

রাষ্ট্রায়াত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে ১১০ টাকা আবেদন ফি দিয়ে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।

মহামারীর কারণে গত বছরও প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হয়।

এর আগের বছরগুলোতে শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হত। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে এবং নবম শ্রেণিতে ভর্তি করা হত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।