ঢাকা সিএমএইচে সফলভাবে কিডনি প্রতিস্থাপন

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সফলভাবে এক সেনাসদস্যের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2021, 04:09 PM
Updated : 7 Dec 2021, 04:09 PM

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল জহিরুল হকের কিডনি প্রতিস্থাপন করা হয় সিএমএইচে। তার ফুপাতো ভাই আব্দুর রশিদ কিডনি দান করেন ।

ঢাকার সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির চিকিৎসক কামরুল হাসানের তত্ত্বাবধানে সিএমএইচের নেফ্রোলজি ও ইউরোলজি বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসকদের একটি দল এই অস্ত্রোপচার করেন।

সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক, কনসালট্যান্ট সার্জন জেনারেল, কনসালট্যান্ট ফিজিশিয়ান জেনারেল, কমান্ড্যান্ট সিএমএইচ ঢাকা, চিফ ফিজিশিয়ান জেনারেল ও চিফ সার্জন জেনারেল এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

সেখানে বলা হয়, বাংলাদেশে প্রতিবছর ৩০ থেকে ৩৫ হাজার মানুষ কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতেও এ রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।

বাংলাদেশ মাত্র আটটি চিকিৎসা কেন্দ্রে কিডনি প্রতিস্থাপন করা হয় জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিডনি রোগীদের ৮০ শতাংশ যথাযথ চিকিৎসার অভাবে মারা যান।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালেই ১৯৮২ সালে দেশের প্রথম কিডনি প্রতিস্থাপন শুরু হয় এবং এখনও এই কার্যক্রম চলছে।