পূর্ব শত্রুতার জেরে ওমান প্রবাসীকে হত্যা: গ্রেপ্তার ১

পূর্বশত্রুতার জের ধরে নোয়াখালীর সোনাইমুরি উপজেলার ওমান প্রবাসী মাহবুব হোসেনকে (২৮) কুপিয়ে হত্যার অভিযোগে একজনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2021, 12:13 PM
Updated : 7 Dec 2021, 12:13 PM

গ্রেপ্তার ব্যক্তির নাম- সাদ্দাম হোসেন (২২)।

সিআইডির এলআইসি (ল’ফুল ইন্টারসেপশন সেল) শাখার অভিযানে সোমবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নয়াহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ইউনিটের বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, করোনাভাইরাস মহামারীকালে ওমানে কর্মরত মাহবুব কাজ হারিয়ে দেশে ফিরে আসে। এরপর বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ তৈরি হয় স্থানীয় যুবক সাদ্দাম হোসেনের।

কিছুদিন আগে একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয় উল্লেখ করে তিনি বলেন, "এর জের ধরেই গত ২৮ নভেম্বর সকাল ১০টার দিকে নোয়াখালীর ধন্যপুর এলাকায় মাহবুবকে ফোনে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় সাদ্দাম।"

ওই দিনই এ ঘটনায় মৃতের ভাই সাইফুল ইসলাম নোয়াখালীর সোনাইমুরি থানায় একটি হত্যা মামলা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সাদ্দাম ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানান মুক্তা ধর।