ঘুষ নিয়ে হাতেনাতে ধরা প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের কর্মচারী

এক ঠিকাদারের কাছ থেকে ৫০ হাজার টাকা থেকে ঘুষ নেওয়ার সময় প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের এক কর্মচারীকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2021, 04:04 PM
Updated : 6 Dec 2021, 04:06 PM

গ্রেপ্তারকৃত আলাউদ্দিন মিয়া প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের ইন্সপেক্টরেট অব ভ্যাহিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট (আইভি অ্যান্ড ইই) বিভাগের (সিজিও-২) বেসামরিক কর্মচারী।

সোমবার রাজধানীর ধানমণ্ডির স্টার কাবাবের তিন তলা থেকে দুদকের একটি দল তাকে গ্রেপ্তার করে বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক জানান।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কমিশনের সহকারী পরিচালক তাহাসিন মুনাবীল হক বাদী হয়ে একটি মামলা করেছেন।

ঘটনার বিষয়ে আরিফ বলেন, “আলাউদ্দিন মিয়া ‘আইভি অ্যান্ড ইই’ বিভাগে সরবরাহ করা একটি পণ্যের প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার থেকে ২ শতাংশ ঘুষ দাবি করেন। দাবি করা ঘুষের টাকার একটা অংশ বিভিন্ন সময় ব্যাংক একাউন্টের মাধ্যমে গ্রহণ করার প্রমাণও পায় কমিশনের একটি তদন্ত দল।”

সোমবার ঘুষের বাকি ৫০ হাজার টাকা গ্রহণের সময় অভিযান দল আলাউদ্দিন মিয়াকে গ্রেপ্তার করে বলে জানান দুদক কর্মকর্তা আরিফ সাদেক।