সিলেট সেনানিবাসে জাতির পিতার ভাস্কর্য উন্মোচন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য উন্মোচনহয়েছে সিলেট সেনানিবাসে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2021, 04:45 PM
Updated : 5 Dec 2021, 04:45 PM

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রোববার  সিলেট সেনানিবাসের মূল সড়ক এভিনিউ-১৭ এর মুজিব চত্বরে ‘বজ্রকণ্ঠ’ শিরোনামের এই ভাস্কর্য উদ্বোধন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর -আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছে, জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে এরিয়া সদর দপ্তর সিলেটের তত্ত্বাবধানে এই ভাস্কর্য স্থাপন করা হয়েছে।

ছয় ফুট উঁচু ভিতের উপর ১৫ ফুট উচ্চতার ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। এটি সিলেট-তামাবিল বাইপাস সড়ক হতে দেখা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভাস্কর্যটি বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করবে। ভাস্কর্যটি নতুন প্রজন্মের কাছে দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস, মুক্তিযুদ্ধ ও দেশ গঠনে বঙ্গবন্ধুর অবদানকে ফুটিয়ে তুলবে।”

ভাস্কর্য উন্মোচনঅনুষ্ঠানে জিওসি ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়াসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিলেট এরিয়ায় কর্মরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।