বিএসএফ'র প্রতিষ্ঠাবার্ষিকীতে ভারতে বিজিবি প্রতিনিধি দল
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Dec 2021 11:40 PM BdST Updated: 04 Dec 2021 11:40 PM BdST
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধিদল ভারতে গেছে।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলটি শনিবার বিকালে ভারতের জয়সালম (রাজস্থান) বিমানবন্দরে পৌঁছায়।
এর আগে শুক্রবার বিকালে ছয় সদস্যের প্রতিনিধি দলটি ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায় বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিএসএফ এর আমন্ত্রণে যাওয়া বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা জয়সালমে অনুষ্ঠিত হতে যাওয়া কুচকাওয়াজ পরিদর্শনসহ অন্যান্য অনুষ্ঠানে যোগ দেবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিজিবি মহাপরিচালকের সফর বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার বিরাজমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আস্থা ও সুসম্পর্ক জোরদার, দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং উভয় দেশের সীমান্ত সমস্যা নিরসনে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।”
বিজিবি সীমান্ত কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও বিজিবি মহাপরিচালকের স্ত্রী সোমা ইসলাম এ সফরে যুক্ত হয়েছেন।
সফরকালে তিনি বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বিডব্লিউডব্লিউএ) আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ এবং তাদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ব্যাপারে বিডব্লিউডব্লিউএ আলাদাভাবে সীমান্ত কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষককে আমন্ত্রণ জানিয়েছে।
প্রতিনিধিদলটি ৮ ডিসেম্বর ঢাকায় ফিরে আসবে।
-
রাজনৈতিক শক্তি, আমলাতন্ত্র পুলিশের পরিবর্তন চাইবে না: শহীদুল
-
স্ত্রীর পাশে শায়িত হলেন গাফ্ফার চৌধুরী
-
গাফফার চৌধুরীকে সাংবাদিকদের শ্রদ্ধা
-
বাহরাইনে ছবির গল্পে-কথায় এক টুকরো বাংলাদেশ
-
প্রচার শুরু: মাঠ পর্যায়ে যাচ্ছেন সিইসি ও কমিশনাররা
-
শহীদ মিনারে শনিবার দুপুরে গাফফার চৌধুরীকে শ্রদ্ধা
-
শান্তি মিশনে নিহত ২ বাংলাদেশির জন্য ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক
-
কোভিডে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছি: পিএসসি চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম