বোমার সন্দেহে শাহজালালে বিমানে তল্লাশি

যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামে বিমানের একটি ফ্লাইটের জরুরি অবতরণের সময় ঢাকার শাহজালাল বিমানবন্দরেও বিদেশি একটি উড়োজাহাজে তল্লাশি চালানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2021, 04:54 PM
Updated : 1 Dec 2021, 07:47 PM

মালয়েশিয়ান এয়ালাইন্সের উড়োজাহাজটি আকাশে থাকা অবস্থায় এতে বোমা রয়েছে বলে সন্দেহ হলে বুধবার রাতে এটি ঢাকায় অবতরণের পর তল্লাশি চালানো হয়।

বিমানটির অবতরণের আগে ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা সংস্থাগুলোকে খবর দেওয়া হয়। নিরাপত্তাও বাড়ানো হয়।

বিমানবন্দর থেকে জানা গেছে, বোমা আছে এমন তথ্য জানানোর পর শাহজালালে বিমানটির জরুরি অবতরণের ব্যবস্থা নেওয়া হয়। রাত ৯টা ৪০ মিনিটে উড়োজাহাজটি অবতরণ করে।

ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপকমিশনার তাপস কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ঘিরে সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থানের কথা জানানো হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিতরা বিষয়টি দেখছেন।”

বিমানবন্দরে ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়িও গেছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন রাত সাড়ে ১০টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে বোমা রয়েছে বলে ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন-চারটি গাড়ি সেখানে যায়।

“পরে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করেছে বলে জানানো হয়। ফায়ার সার্ভিসে গাড়িগুলো (বিমান বন্দরের) গেইটে আছে। প্রয়োজনে সিভিল এভিয়েশন সেগুলো ডেকে নেবে “

মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে ঢাকায় আসছিল।

এদিকে এর আগে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বুধবার রাত ৯টা ৪২ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। তবে এতে থাকা যাত্রীরা নিরাপদে রয়েছে।