এক মাস আগে জেলেদের হামলায় আহত পুলিশ কনস্টেবলের মৃত্যু

মুন্সিগঞ্জের চর আব্দুল্লাহপুরে এক মাস আগে মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় ‘জেলেদের হামলায়’ আহত নৌ পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2021, 06:09 PM
Updated : 25 Nov 2021, 06:09 PM

কনস্টেবল মো. কবির হোসেন (৪২) ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাত ১১টা ৫০ মিনিটে সেখানেই তার মৃত্যু হয় বলে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, গত ২১ অক্টোবর মুন্সিগঞ্জ সদর থানার চর আব্দুল্লাহপুরের চর ঝাপটা এলাকায় 'মা ইলিশ সংরক্ষণ অভিযান' চলাকালে স্থানীয় জেলেদের হামলায় নৌ পুলিশের পাঁচ সদস্য আহত হন।

তাদের মধ্যে কবির হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। এক মাস চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি।

কবির হোসেন ১৯৭৯ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানাধীন রাজাপুর গ্রামে। 

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। এক শোকবার্তার মাধ্যমে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।