ইউপি-পৌরসভায় ভোট: ৪ বিভাগে নৌকা পেলেন যারা

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2021, 12:21 PM
Updated : 21 Nov 2021, 12:38 PM

একই সঙ্গে তিন পৌরসভার মেয়র পদে দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নৌকা প্রতীক পেয়েছেন- পাবনার আটঘরিয়ায় মো. শহিদুল ইসলাম রতন, নরসিংদীর রায়পুরায় মোহাম্মদ মাহবুব আলম শাহীন ও কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ ইসলাম।  

শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাদের প্রার্থীতা চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীত প্রার্থীদের তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে দেশের ৮৪০ ইউপিতে ভোট হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৫ নভেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর।

চতুর্থ ধাপে ৩৩ ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোট নেওয়া হবে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপের ভোট শেষ হয়েছে। তৃতীয় ধাপের ভোট হবে ২৮ নভেম্বর।

 

প্রথম ধাপের ভোটে তেমন গোলযোগ না হলেও দ্বিতীয় ধাপের ভোটে সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে অনেক প্রাণহানির ঘটনা ঘটে।

সংঘাতের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ভোটে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে ‘নাকাল’ অবস্থার মধ্যে আওয়ামী লীগের চেয়ার‌ম্যান প্রার্থী জয়ী হয়েছেন ৪৮৬ জন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৩৩০ জন। এদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। কিছু বিএনপি সমর্থিতও রয়েছে।

দ্বিতীয় ধাপের ভোটের পর বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কঠোর হওয়ার কথা জানিয়েছে আওয়ামী লীগ।

অপরদিকে প্রথম ধাপে আওয়ামী লীগের ২৬৭ জন ও স্বতন্ত্র প্রার্থী ৮৫ জন চেয়ারম্যান নির্বাচিত হন।

সংঘাত ও সহিংসতা রোধে নির্বাচন কমিশন (ইসি) আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে।

ভোটে সহিংসাত ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শককে ‘ব্যবস্থা নেওয়ার’ নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে শুক্রবার জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

ডিসেম্বরের মধ্যে সব ইউপির ভোট শেষ করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে।

এ নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল অংশ নিলেও বিএনপি নিচ্ছে না।

আরও পড়ুন: