‘শিশুবক্তা’ মাদানীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

মতিঝিল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী ও মাহমুদুল হাসান ওরফে মুর্তজা নামে আরেক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে গোয়েন্দা পুলিশ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2021, 02:29 PM
Updated : 13 Nov 2021, 02:29 PM

এ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক রেজাউল করিম গত সপ্তাহে অভিযোগপত্র আদালতে জমা দেন।

শনিবার আদালতে মতিঝিল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোতালেব হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকার সাইবার ট্রাইবুন্যালে বদলির আদেশ দেওয়া হয়েছে।

মামলার এজাহারে থেকে জানা যায়, ইউটিউব ও বিভিন্ন সামাজিক মাধ্যমে মাওলানা রফিকুল ইসলাম মাদানী দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দেন। তার এসব বক্তব্য দেশের সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। বিভ্রান্ত হয়ে তারা দেশের সম্পত্তির ক্ষতি করছেন।

এমন অভিযোগে আদনান শান্ত নামে এক ব্যক্তি গত ৭ এপ্রিল মাদানীসহ পাঁচ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।

পরে গত ৭ এপ্রিল ভোরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দার বাড়ি থেকে মাদানীকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

এরপর তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় কয়েকদফা তাকে রিমান্ডেও পাঠিয়েছে আদালত। বর্তমানে তিনি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।