খুবই সুষ্ঠু ও উৎসবমুখর ভোট হয়েছে: ইসি
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Nov 2021 09:40 PM BdST Updated: 12 Nov 2021 12:18 AM BdST
দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় অন্তত সাতজনের প্রাণহানির পরও ভোটকে ‘খুবই সুষ্ঠু ও উৎসবমুখর’ বলছে নির্বাচন কমিশন।
Related Stories
বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন ভবনে সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এই প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
তিনি বলেন, “খোঁজ নিয়েছি, প্রার্থীরাও অনেকে অভিমত জানিয়েছে। আমরা জানতে পেরেছি, ভোটটি খুবই সুষ্ঠুভাবে ও উৎসবমুখর পরিবেশে হয়েছে। ইসি মনে করে, সুষ্ঠুভাবে হয়েছে “
এ ধাপে ৬০-৭০ শতাংশ ভোট পড়বে বলে ধারণা দেন ইসি সচিব।
বৃহস্পতিবার ৮৩৫ ইউপির ভোটে কেন্দ্রদখল ও অনিয়মের অভিযোগও রয়েছে অনেক কেন্দ্রে। নরসিংদীর রায়পুরায়, কক্সবাজার সদর, কুমিল্লার মেঘনা ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় প্রার্থীদের সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত সাতজনের মৃত্যুর খবর এসেছে।
সংঘাতে প্রাণক্ষয়ে শেষ হল ৮৩৫ ইউপির ভোট
ইউপি নির্বাচনে ঝগড়াঝাঁটি হয়েই থাকে: স্বরাষ্ট্রমন্ত্রী

হুমায়ুন কবীর বলেন, “যারা মারা গিয়েছে তারা ভোটকেন্দ্রে মারা যায়নি। অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষে সহিংসতা হয়েছে। তারা মারা গেছে।
“অন্তত ছয় জন মারা গিয়েছে, আমরা ব্যথিত। আমরা কখনোই চাইব না রাষ্ট্রের একজন নাগরিকও যে কোনো কারণেই নিহত হোক- এটাও কমিশনের জন্য দুঃখজনক ব্যাপার।”
নির্বাচনী সহিংসতার কারণ ব্যাখ্যা করে ইসি সচিব বলেন, “ইউপিতে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় প্রতিযোগিতা হয়; একটি পাড়া আরেকটি পাড়ার উপর প্রভাব বিস্তার করতে চায়।
“এ নিয়ে প্রতিযোগিতা থাকে, প্রার্থীরা অতি আবেগী হয়ে যায় বিজয়ের জন্য।”
তবে ‘ভোটটি সুষ্ঠু’ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “ইসি মনে করে, যেসব ঘটনা ঘটেছে তা না হলে আরও ভালো হতো।”
-
দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই: শেখ হাসিনা
-
রূপসা রেলসেতু উদ্বোধনের অপেক্ষায়
-
প্রমত্তা পদ্মায় সেতু করাটাই ইতিহাস: প্রধানমন্ত্রী
-
গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
-
ভিসা অব্যাহতি চুক্তি হচ্ছে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে
-
আইন হচ্ছে ‘পারিবারিক আদালত অধ্যাদেশ’
-
দুদকের নতুন ১২ কার্যালয় উদ্বোধন
-
পাকিস্তানে যাতায়াত ছিল যুদ্ধাপরাধী রজব আলীর
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা