ভাড়া বাড়ানোর পর সড়কে বাস নামানোর আহ্বান এনায়েত উল্লাহর
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Nov 2021 05:30 PM BdST Updated: 07 Nov 2021 06:09 PM BdST
-
ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটে শুক্রবার ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। ছবি: মাহমুদ জামান অভি
বিআরটিএ বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জানানোর পর সারাদেশে পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘট তুলে নিয়ে বাস চালানোর আহ্বান জানিয়েছেন বাস মালিকদের নেতা খন্দকার এনায়েত উল্লাহ।
রোববার ঢাকার বনানীতে বিআরটিএ দপ্তরে ভাড়া বাড়ানোর বৈঠকের পর এই আহ্বান জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ।
এই বৈঠকে দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১ টাকা ৪২ পয়সা থেকে ১ টাকা ৮০ পয়সা, মহানগরে বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১ টাকা ৭০ পয়সা থেকে ২ টাকা ১৫ পয়সা করার ঘোষণা আসে।
গত বৃহস্পতিবার সরকার ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর শুক্রবার থেকে পরিবহন মালিক-শ্রমিকরা বাস চালানোর বন্ধ করে দেয়, এতে জনদুর্ভোগ চরমে ওঠে।
পরিবহন মালিক সমিতির নেতা এনায়েত উল্লাহসহ অন্যরা বলে আসছিলেন, তারা কোনো কর্মসূচি দেননি। বাস মালিক-শ্রমিকরা নিজে থেকে ধর্মঘট করছে।
বৈঠক শেষেও একই কথা জানিয়ে এনায়েত উল্লাহ বলেন, “আমার আহ্বান থাকবে এখন থেকে বাস ধর্মঘট প্রত্যাহার করা হোক।
“আমি বাসের মালিকদের অনুরোধ করব, ধর্মঘট প্রত্যাহার করে যেন দেশ স্বাভাবিক অবস্থা হয়। সব জেলা থেকে যেন বাস চলাচল স্বাভাবিক হয়।”
ধর্মঘটের প্রেক্ষাপট ব্যাখ্যা করে তিনি বলেন, “ডিজেলের মূল্য প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানোর পর আমাদের (সমিতি) অপেক্ষা না করে গত ৩ তারিখ সারাদেশের মালিকেরা বিভিন্ন জেলায় সংবাদ সম্মেলন করে ধর্মঘট আহবান করে।
“মালিকদের সাথে আমরাও পরবর্তীতে ঐকমত্য পোষণ করি। কিন্তু পাশাপাশি জনগণের যেন দুর্ভোগ না হয়, সেজন্য আমরা সরকারি পর্যায়ে সবার সাথে যোগাযোগ রক্ষা করি।”

এনায়েত উল্লাহ দাবি করেন, ভাড়া না বাড়ালে তাদের বড় লোকসান গুনতে হচ্ছিল।
“আমরা ২০১৩ সালের পর থেকে কোনো বাস ভাড়া বাড়াইনি। ৮ বছরে সবকিছুর দাম যে হারে বেড়েছে, তেলের দামের হিসাব করলে ভাড়া আরও বাড়ে।”
নতুন যে ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে, সোমবারের মধ্যে তার গেজেট হয়ে যাবে বলে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানিয়েছেন।
নির্ধারিত হারের বেশি ভাড়া না নিতে বাস মালিকদের প্রতি আহ্বান জানান এনা পরিবহনের মালিক এনায়েত উল্লাহ।
“যে ভাড়ার কথা বলা হয়েছে, সে ভাড়া আগামীকালের মধ্যে গেজেট হয়ে যাবে এবং সে ভাড়া অনুযায়ী যেন বাস পরিচালিত হয়। এর চেয়ে যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়।”
-
স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
-
সিলেটবাসী ভাসছে বন্যায়, পরিস্থিতির উন্নতির আভাস
-
বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মেরামতে জোর শেখ হাসিনার
-
মহাকাশ বিজ্ঞানী এ এম চৌধুরী আর নেই
-
আলতাব আলী পার্কের শহীদ মিনারে একুশের গানের রচয়িতাকে শেষ বিদায়
-
‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
-
মিরপুরে শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
-
অর্থ আত্মসাতের অভিযোগে সাভার থেকে দম্পতি গ্রেপ্তার
-
স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
-
সিলেটবাসী ভাসছে বন্যায়, পরিস্থিতির উন্নতির আভাস
-
বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থা মেরামতে জোর প্রধানমন্ত্রী শেখ হাসিনার
-
মহাকাশ বিজ্ঞানী এ এম চৌধুরী আর নেই
-
আলতাব আলী পার্কের শহীদ মিনারে একুশের গানের রচয়িতাকে শেষ বিদায়
-
‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার পর করণীয়
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের