লঞ্চ ভাড়া নিয়ে বৈঠক বিকালে

ডিজেলের দাম বাড়ার প্রেক্ষাপটে ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘটে যাওয়া লঞ্চ মালিকদের সঙ্গে বিকালে বৈঠকে বসছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2021, 07:03 AM
Updated : 7 Nov 2021, 07:03 AM

রোববার বিকাল সাড়ে ৩টায় মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ে এই বৈঠক হবে বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান জানান।

বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকের উপস্থিতিতে লঞ্চ মালিক সমিতির নেতারা উপস্থিত থাকবেন বলে সংগঠনের পরিচালক মামুনুর রশিদ জানিয়েছেন।

সরকার গত বৃহস্পতিবার ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করলে শুক্রবার সকাল থেকে বাস ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেনে পরিবহন মালিকরা। এরপর শনিবার লঞ্চ মালিকরাও ধর্মঘটে যান।

তার আগে শুক্রবারই লঞ্চ ভাড়া দ্বিগুণ করার একটি প্রস্তাব দেওয়া হয় লঞ্চ মলিকদের পক্ষ থেকে।

১০০ কিলোমিটার পর্যন্ত লঞ্চ ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ৩ টাকা ৪০ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৮০ পয়সা নির্ধারণের দাবি জানানো হয় সেখানে।

প্রস্তাবে বলা হয়, “স্টাফদের বেতন বাড়ানোর হয়েছে, এখন লিটারে বাড়ানো হলো ১৫ টাকা। সুতরাং ভাড়া না বাড়লে আর চলবে না।”