ধর্মঘটের বিড়ম্বনা মেনেও সদরঘাটে
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2021 04:21 PM BdST Updated: 05 Nov 2021 04:21 PM BdST
পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে সস্ত্রীক পটুয়াখালী যাবেন সোহেল। কিন্তু গণপরিবহন বন্ধ। তাই আর্থিক ক্ষতি স্বীকার করে চারগুণের বেশি ভাড়া দিয়ে অটোরিকশা করে তাকে আসতে হয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালে।
আর চাঁদপুর থেকে শুক্রবার সকালেই সদরঘাটে আসেন সুমন পাটোয়ারী, স্ত্রীর চিকিৎসার জন্য সপরিবারে যাবেন মিরপুর। কিন্তু বাস থাকায় পাঁচগুণ বেশি ভাড়ায় অটোরিকশা নিতে বাধ্য হচ্ছেন তিনি।
তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা ধর্মঘটের কারণে তাদের মতো অনেকেই সদরঘাটে আসতে-যেতে বিপাকে পড়ে আর্থিক ক্ষতি ও ভোগান্তির শিকার হতে হয়েছে।
যাদের বাড়তি অর্থ ব্যয় করে অটোরিকশা বা অন্য ব্যক্তিগত পরিবহন ভাড়া করার সক্ষমতা নাই, তারা পরিবারের ছোট ছোট সদস্যদের নিয়ে হেঁটেই চলাচল করতে দেখা গেল শুক্রবার সকালে।
সরকার বুধবার মধ্যরাত থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর সিদ্ধান্ত প্রত্যাহার অথবা ভাড়া বাড়ানোর দাবিতে শুক্রবার থেকে ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেয় পরিবহন মালিক-শ্রমিকরা।
এর মধ্যেই স্ত্রীকে নিয়ে গাজীপুর থেকে অটোরিকশায় করে সদরঘাটে নেমে সোহেল বলেন, ওরে বাবা এত কষ্ট!
কারণ জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “৮০০ টাকা ভাড়া দিয়ে এসেছি। টাকা ও সময় দুই দিক থেকেই বেশি লেগেছে।”

সোনারতরী-২ লঞ্চে করে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদরঘাটে আসেন সুমন পাটোয়ারী, সঙ্গে তার স্ত্রীর। তিনি চাঁদপুর থেকে এসেছেন; স্ত্রীর চিকিৎসার জন্য যাবেন মিরপুরে ছোট ভাইয়ের বাসায়।
বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তিনি। টার্মিনালে অনেক অটোরিকশা থাকলেও মিরপুরে যেতে ভাড়া চাওয়া হচ্ছে ৮০০ থেকে একহাজার টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সঙ্গে টাকা পয়সা তেমন নেই। বাস চললে দুজনের যেতে ১০০ টাকাও লাগতো না।”
পরিবহন ধর্মঘট চললেও লঞ্চের যাত্রীর সংখ্যা তেমন কমেনি বলে জানান বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক দীনেশ কুমার সাহা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দেশের বিভিন্ন এলাকা থেকে সদরঘাটে শুক্রবার সকালে ৫২টি লঞ্চ এসেছে, আর ছেড়ে গেছে ২০টি।”
-
স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
-
সিলেটবাসী ভাসছে বন্যায়, পরিস্থিতির উন্নতির আভাস
-
বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মেরামতে জোর শেখ হাসিনার
-
মহাকাশ বিজ্ঞানী এ এম চৌধুরী আর নেই
-
আলতাব আলী পার্কের শহীদ মিনারে একুশের গানের রচয়িতাকে শেষ বিদায়
-
‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
-
মিরপুরে শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
-
অর্থ আত্মসাতের অভিযোগে সাভার থেকে দম্পতি গ্রেপ্তার
-
স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
-
সিলেটবাসী ভাসছে বন্যায়, পরিস্থিতির উন্নতির আভাস
-
বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থা মেরামতে জোর প্রধানমন্ত্রী শেখ হাসিনার
-
মহাকাশ বিজ্ঞানী এ এম চৌধুরী আর নেই
-
আলতাব আলী পার্কের শহীদ মিনারে একুশের গানের রচয়িতাকে শেষ বিদায়
-
‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার পর করণীয়
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের