রাজশাহীর ঠিকাদার টোটন ঢাকার সিআইডিতে

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১৭টি নথিসহ একটি ফাইল হারানোর ঘটনায় রাজশাহী থেকে আটক ঠিকাদার নাসিমুল গনি টোটনকে ঢাকার সিআইডি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2021, 07:36 AM
Updated : 2 Nov 2021, 07:36 AM

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (জনসংযোগ) আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছয়জনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া কিছু তথ্য যাচাই করার জন্য টোটনকে ঢাকায় আনা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।”

নাসিমুল গনি টোটন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একজন ঠিকাদার। তার বাসা রাজশাহী নগরীর কেশবপুরের ভেড়িপাড়ায়।

সোমবার রাতে ঢাকা থেকে সিআইডির একটি দল রাজশাহী গিয়ে বাসা থেকে টোটনকে নিয়ে যায় বলে রাজশাহী সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল জলিল জানিয়েছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব নাদিরা হায়দার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে ১৭ নথি হারিয়ে যাওয়া কথা উল্লেখ করে গত বৃহস্পতিবার শাহবাগ থানায় জিডি করেন।

পরে রোববার সিআইডি ও থানা পুলিশ ওই বিভাগে গিয়ে বেল্লাল পলাশ, আব্দুল বারী, আয়েশা সিদ্দিকা, যোশেফ সরদার, বাদল ও মিন্টু নামের ছয় কর্মীকে সিআইডি কার্যালয়ে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য।