সরকারি গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে ‘সাইবার গুপ্তচরবৃত্তির চেষ্টা’

বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ সংস্থাসহ জাতীয় প্রতিষ্ঠানগুলোর গোপন তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে সাইবার গুপ্তচরবৃত্তির চেষ্টা চালানো হচ্ছে বলে সতর্ক করেছে সরকারি একটি সংস্থা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2021, 07:30 PM
Updated : 27 Oct 2021, 07:30 PM

বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিজিডি ই-গভ সার্ট তাদের ওয়েবসাইটে এই সতর্কবার্তা প্রকাশ করে।

বিজিডি ই-গভ সার্ট এর সাইবার হুমকি গোয়েন্দা ইউনিটের পর্যবেক্ষণে ধরা পড়েছে এপিটি-সি-৬১ (APT-C-61) নামে একটি গ্রুপের সন্দেহজনক কর্মকাণ্ড।

২০২১ সালের মাঝামাঝি থেকে এপিটি-সি-৬১ এ ধরনের তৎপরতা ধারাবাহিকভাবে চালাচ্ছে বলে ধরা পড়েছে।

প্রাথমিক পর্যবেক্ষণে বিজিডি ই-গভ সার্ট বলছে, “গুরুত্বপূর্ণ সংস্থাসহ জাতীয় প্রতিষ্ঠানগুলোর গোপন তথ্য চুরি করা সন্দেহজনক গ্রুপটির লক্ষ্য। অপরাধীরা ম্যালওয়্যারের মাধ্যমে বিভিন্ন সংস্থাকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করছে।”

কোনো প্রতিষ্ঠান সন্দেহজনক কিছু লক্ষ্য করলে সার্ট টিমকে জানানোর জন্য বলেছে বিজিডি ই-গভ সার্ট।