সংসদ বসছে ১৪ নভেম্বর

একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন বসছে ১৪ নভেম্বর।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2021, 10:53 AM
Updated : 27 Oct 2021, 10:53 AM

বুধবার রাষ্ট্রপতির মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।

ওই দিন বিকেল ৪টায় সংসদের বৈঠক বসবে। এটি চলতি বছরের পঞ্চম অধিবেশন।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই।

গত ১৬ সেপ্টেম্বর শেষ হয় সংসদের চতুর্দশ অধিবেশন।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, মহামারীকালের অন্যান্য অধিবেশনের মতো শুরু হতে যাওয়া অধিবেশনটিও স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হবে।

মহামারীকালের অন্য অধিবেশনগুলোতে সংসদ ভবনে গণমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। আস্ন্ন অধিবেশনে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি সংসদ সচিবালয়।