ঢাকা মেডিকেল থেকে রোগী নিখোঁজ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগীকে পাওয়া যাচ্ছে না।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2021, 06:20 PM
Updated : 26 Oct 2021, 06:20 PM

ফাইল ছবি

এই যুবকের নাম মো. মাঈনুদ্দিন (২৮)। বাড়ি ফেনীর সদরে। তিনি তিন দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মঙ্গলবার সকাল ৮টার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না বলে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসপাতাল থেকে একজন রোগী 'মিসিং' আছে। আইন শৃঙ্খলা বাহিনী ও স্বজনরা তাকে খুঁজছে।”

মাইনুদ্দিনের বাবা রবিউল হক শাহবাগ থানার সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার জিডির বরাত দিয়ে তিনি বলেন, সকাল ৮টার দিকে দুজন চিকিৎসক একটি পরীক্ষার জন্য মাঈনুদ্দিনকে ছয় তলার ওয়ার্ড থেকে দশ তলার একটি কক্ষে নিয়ে গিয়েছিলেন। মাঈনুদ্দিনের বড় ভাই জামাল উদ্দিনও সঙ্গে ছিলেন। এরপর মাঈনুদ্দিনকে ১০ তলার একটি কক্ষে রেখে জামাল নাস্তা আনতে বাইরে যান। কিন্তু ফিরে এসে তাকে আর পাননি।

দিনভর খোঁজাখুঁজির পরও মাইনুদ্দিনের খোঁজ না পেয়ে জিডি করেন তার বাবা।

লিভারের সমস্যাসহ নানা জটিলতা নিয়ে গত ২৩ অক্টোবর মাঈনুদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০১ নম্বরে ওয়ার্ডে ভর্তি হন।