পররাষ্ট্রমন্ত্রীর ডিও লেটার যাচাই করে নিতে অনুরোধ

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের যে কোনো আধা সরকারিপত্র (ডিও লেটার) আমলে নেওয়ার আগে তার সঠিকতা যাচাই করতে অন্য মন্ত্রণালয় ও সংস্থার প্রতি অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2021, 02:23 PM
Updated : 25 Oct 2021, 02:23 PM

এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানোর কথা উল্লেখ করা হয়।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর সই জাল করে দুটি ‘ভুয়া’ সুপারিশ ও একটি ডিও লেটার বিভিন্ন মন্ত্রণালয়ে যাওয়ার প্রেক্ষাপটে এই অনুরোধ জানানোর কথা বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, “পররাষ্ট্রমন্ত্রীর যে কোনো সুপারিশ ও ডিও লেটারের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের পূর্বে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সঠিকতা যাচাই করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ বা সংস্থাকে অনুরোধ করা হয়েছে।”