বংশালে নারীর বালিশচাপা লাশ, পিঠে আঘাতের চিহ্ন

রাজধানীর বংশালের ভাড়া বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে বলে স্বজনদের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2021, 01:29 PM
Updated : 25 Oct 2021, 01:29 PM

সুরিটোলা সিদ্দিক বাজার এলাকার আমিন মিয়ার বাড়ির তৃতীয় তলা থেকে রোববার রাতে পান্না বেগমের (৪০) লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি মুন্সীগঞ্জের বিক্রমপুরের মৃত মমিন কাজির স্ত্রী; পরিবারের সদস্যদের সঙ্গে সুরিটোলায় ভাড়া বাসায় থাকতেন।

বংশাল থানার ওসি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পান্নার শরীরে বালিশ চাপা দেওয়া ছিল। তার পিঠের পেছনে আঘাতের চিহ্ন ছিল। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

“পান্না বেগমের পরিবারের ধারণা, কেউ তাকে হত্যা করে পালিয়েছে।”

নিহতের ছেলের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, রাতে বাসায় পান্না বেগম একা ছিলেন। ছেলে বাসার বাইরে ছিলেন। আর ছেলের বউ ছিলেন তার বাবার বাড়িতে। পান্না রুমের মেঝেতে অচেতন পড়ে আছেন বলে বাড়িওয়ালা তাদের খবর দেন।

এ ঘটনায় বংশাল থানায় নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেছেন বলে জানান বংশাল থানার ওসি।

ময়নাতদন্ত শেষে পান্নার বেগমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।