১৩ দেশ থেকে টিকা নিয়ে এলেও ‘কোয়ারেন্টিন’ বাধ্যতামূলক
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Oct 2021 05:27 PM BdST Updated: 24 Oct 2021 08:38 PM BdST
-
ফাইল ছবি
করোনাভাইরাসের টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া থাকলেও ১৩টি দেশ থেকে ফ্লাইটে আসা যাত্রীদের বাংলাদেশে প্রবেশের পর সাত দিনের কঠোর ‘হোম কোয়ারেন্টিনে’ থাকতে হবে।
এর বাইরে অন্য দেশগুলো থেকে আসা যাত্রীদের করোনাভাইরাসের টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া থাকলে, তাদের কোয়ারেন্টিন লাগবে না।
তবে সকলকেই ভ্রমণের ১৪ দিন আগে টিকার ডোজ পূর্ণ (দুই ডোজ/প্রযোজ্য ক্ষেত্রে এক ডোজ) করতে হবে।
আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের নতুন শনিবার এক প্রজ্ঞাপনে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এই ১৩টি দেশকে গ্রুপ এ হিসেবে চিহ্নিত করেছে বেবিচক। এগুলো হলো- আর্মেনিয়া, বুলগেরিয়া, এস্তোনিয়া, জর্জিয়া, লাটভিয়া, লিথুনিয়া, মালদোভা, মঙ্গোলিয়া, ফিলিস্তিন, রোমানিয়া, সার্বিয়া, স্লোভেনিয়া ও ইউক্রেন। এগুলোকে গ্রুপ এ হিসেবে চিহ্নিত করেছে বেবিচক।
এসব দেশ থেকে আসা যাত্রীদের মধ্যে যাদের পূর্ণ ডোজ টিকা নেওয়া নেই, বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সম্পন্ন হওয়ার পর পরীক্ষায় কোভিড-১৯ ‘নেগেটিভ’ শনাক্ত হলেই কেবল তারা ছাড়া পাবেন।
১৩টি দেশের বাইরে অন্য দেশগুলো (বি গ্রুপ) থেকে আসা যাত্রীদের করোনাভাইরাসের টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া থাকলে, তাদের কোয়ারেন্টিন লাগবে না। আর টিকা নেওয়া না থাকলে তাদের ১৪ দিনের ‘কঠোর হোম কোয়ারেন্টিনে’ থাকতে হবে।
এসব দেশের যাত্রীরা এ গ্রুপভুক্ত দেশগুলোকে ‘ট্রানজিট’ হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে তাদের এয়ারলাইন্স কোম্পানির প্রত্যক্ষ তত্ত্বাবধানে সংশ্লিষ্ট বিমানবন্দরের মধ্যে আবদ্ধ থাকতে হবে।
টিকা নেওয়া থাকুক বা না থাকুক, যে কোনো দেশ থেকে আসা যাত্রীদের বাংলাদেশে প্রবেশের সময় কোভিড উপসর্গ দেখা দিলে, তাদেরকে প্রথমে সরকার অনুমোদিত হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হবে।
কোভিড শনাক্ত হলে তাদের সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে। আর কোভিড শনাক্ত না হলে আরও সাত দিন পর আরটি-পিসিআর পরীক্ষা করা হবে। তখন ফল নেগেটিভ হলে তারা ছাড়া পাবেন ।
১৮ বছরের নিচে যারা টিকা নেননি, তারা টিকা নেওয়া পরিবারের সদস্যদের সঙ্গে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন।
১২ বছরের বেশি বয়সীদের আরটি-পিসিআর পরীক্ষা করা বাধ্যতামূলক, যেটা যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে সম্পন্ন হতে হবে।
তবে বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীদের জন্য কোনো ধরনের বিধিনিষেধ নেই।
-
যুদ্ধ-সংঘাত নয়, বাংলাদেশ শান্তি চায়: প্রধানমন্ত্রী
-
মেঘনায় সেলিমের বালু উত্তোলন বন্ধই থাকছে
-
দুবছর পর ঢাকা থেকে কলকাতার পথে মৈত্রী এক্সপ্রেস
-
রাজনৈতিক শক্তি, আমলাতন্ত্র পুলিশের পরিবর্তন চাইবে না: শহীদুল
-
স্ত্রীর পাশে শায়িত হলেন গাফ্ফার চৌধুরী
-
গাফফার চৌধুরীকে সাংবাদিকদের শ্রদ্ধা
-
বাহরাইনে ছবির গল্পে-কথায় এক টুকরো বাংলাদেশ
-
প্রচার শুরু: মাঠ পর্যায়ে যাচ্ছেন সিইসি ও কমিশনাররা
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- চাপ ছিল, প্রলোভনও ছিল: মসিউর
- বরিশালে নিয়ন্ত্রণহারা বাস গাছে লেগে চুরমার, নিহত ১০