বাড্ডায় আসবাবপত্রের গুদামের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর উত্তর বাড্ডায় একটি আসবাবপত্রের গুদামে আগুন লাগার সোয়া এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2021, 07:00 PM
Updated : 23 Oct 2021, 07:00 PM

শনিবার রাত ১০টার দিকে সাতারকুল জিএম বাড়ি এলাকায় তিনতলা ভবনের নিচতলায় ‘জ্যোতি ফার্নিচারের’ গুদামে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিনির্বাপক সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, “ছয়টি ইউনিটের চেষ্টায় সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দ্বিতীয়তলায় কাপড়ের দোকান ও তৃতীয় তলার ইলেকট্রনিক ওয়ার্কশপ ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ভবনটির নিচতলায় আসবাবপত্রের গুদাম, দোতলায় আসবাবপত্রে ব্যবহার করার রাসায়নিক আর তৃতীয়তলায় আসবাবপত্র রাখা হয়।

“নিচতলার গুদামে আগুন লাগে এবং দোতলায়ও ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি,” বলেন তিনি।