পীরগঞ্জে মাঝিপাড়ায় সহিংসতার ‘অন্যতম হোতা’ গ্রেপ্তার

ফেইসবুকে ‘ধর্মীয় অবমাননার’ কথিত অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জে মাঝিপাড়ায় হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনার ‘হোতাদের একজনকে’ গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2021, 05:46 PM
Updated : 22 Oct 2021, 06:33 PM

শুক্রবার রাতে র‌্যাবের এক বার্তায় বলা জয়, “রংপুরের পীরগঞ্জে সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে হামলা ও অগ্নিসংযোগ ঘটনার অন্যতম হোতাকে র‌্যাব গ্রেপ্তার করেছে।”

তবে তার নাম, কোথা থেকে তাকে কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিংবা তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে, সেসব তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি র‌্যাব।

তাদের বার্তায় বলা হয়, শনিবার কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত প্রকাশ করা হবে।

দুর্গাপূজার সময় কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে দেশের বিভিন্নস্থানে সহিংসতা শুরু হয়।

এর মধ্যে গত ১৭ অক্টোবর রাতে ফেইসবুকে এক তরুণের ধর্ম অবমাননার অভিযোগ উঠলে পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের অন্তত ২৩টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে একদল লোক।

ফেইসবুকে পোস্ট দেওয়া সেই তরুণসহ এ ঘটনায় জড়িত সন্দেহে ৫৭ জনকে গ্রেপ্তার করার কথা এর আগে পুলিশ জানিয়েছিল। তাদের ৩৮ জনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডেও পেয়েছে।

পুরনো খবর