সারা দেশে প্রতিবাদ কর্মসূচি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের

দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের ওপর সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সারা দেশে গণঅনশন, গণঅবস্থান ও বি‌ক্ষোভ কর্মসূ‌চি ঘোষণা করেছে বাংলা‌দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2021, 07:30 AM
Updated : 22 Oct 2021, 07:30 AM

ঐক্য প‌রিষ‌দের যুগ্ম সম্পাদক মনীন্দ্র কুমার নাথ শুক্রবার বি‌ডি‌নিউজ টো‌য়ে‌ন্টি‌ফোর ডটকম‌কে বলেন, শ‌নিবার ভোর ৬টা থে‌কে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে তাদের এ কর্মসূ‌চি চল‌বে। 

এ কর্মসূ‌চির স‌ঙ্গে সংহ‌তি প্রকাশ ক‌রে‌ছে বাংলা‌দেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর পূজা উদযাপন প‌রিষদ।

বাংলা‌দেশ পূজা উদযাপন পরিষ‌দে‌র সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটা‌র্জি বি‌ডি‌নিউজ টো‌য়ে‌ন্টি‌ফোর ডটকম‌কে বলেন, ঢাকার শাহবা‌গ ও চট্টগ্রা‌মের অন্দরকিল্লাসহ দেশের বিভাগীয়, জেলা ও উপ‌জেলা পর্যায়ে গণঅনশন কর্মসূ‌চি চল‌বে।

দুর্গাপূজার মধ্যে গত ১৩ অক্টোবর কুমিল্লা শহরের একটি মন্দিরে কুরআন অবমাননার কথিত অভিযোগ তুলে কয়েকটি মন্দিরে হামলা-ভাংচুর চালানো হয়।

এরপর চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, রংপুরসহ কয়েকটি জেলায় সাম্প্রদায়িক হামলার শিকার হয় হিন্দুদের উপাসনালয়, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।

বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হামলার এসব ঘটনায় মোট ৭১টি মামলা দায়ের হয়েছে এবং প্রায় পাঁচশ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।