কোনো মোবাইল সেট বন্ধ হবে না: টেলিযোগাযোগ মন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2021 01:00 PM BdST Updated: 22 Oct 2021 01:00 PM BdST
-
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার স্মার্ট ফোন অ্যান্ড ট্যাব এক্সপো’র উদ্বোধনী দিনে স্মার্টফোন দেখছেন এক দর্শনার্থী।
-
চলতি অক্টোবর মাস থেকে অবৈধ হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়া শুরুর কথা থাকলেও ‘মানুষের ভোগান্তির কথা চিন্তা করে’ নেটওয়ার্কে যুক্ত কোনো হ্যান্ডসেটই আপাতত বন্ধ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে পাঠিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রক্রিয়াটি চালুর পর অনেক মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ হ্যান্ডসেট হল ফিচার ফোন। বেশিরভাগ সাধারণ গ্রাহক জানেন না কীভাবে হ্যান্ডসেটের আইএমইআই নম্বর যাচাই করতে হবে।
“আমরা মোবাইল নিবন্ধন করার জন্য ডেটাবেইজ করেছি, ফোন বন্ধ করার জন্য এই ডাটাবেইজ করা হয়নি। জনগণের যাতে ভোগান্তি না হয় সে জন্য নেটওয়ার্কে যুক্ত থাকা কোনো মোবাইল যাতে বন্ধ না হয়, বিটিআরসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।”
গত ৩০ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তি দিয়ে বিটিআরসি জানিয়েছিল, ১ জুলাই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) এর কার্যক্রম শুরু হয়েছে। ১ অক্টোবর থেকে নেটওয়ার্কে নতুনভাবে যুক্ত সব অবৈধ হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

কোনো বিক্রেতা অবৈধ হ্যান্ডসেট বিক্রি করলে ক্রেতার দাবি অনুযায়ী হ্যান্ডসেটের দাম ফেরত দিতে হবে। পাশাপাশি টেলিযোগাযোগ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেওয়া হয়।
মোবাইল হ্যান্ডসেট কেনার আগে তা আসল কি না, তা যাচাই করে নিতে বলা হয় ক্রেতাদের। সেজন্য মেসেজ অপশন থেকে KYD এবং ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে (যেমন KYD 123456789012345) ১৬০০২ নম্বরে পাঠাতে বলা হয়।
এছাড়া, বৈধভাবে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আনা হ্যান্ডসেট ব্যবহারের আগে www.neir.btrc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করিয়ে নিতে বলা হয়।
অবৈধ পথে দেশে আসা হ্যান্ডসেটের বিষয়ে মন্ত্রী বলেন, “এনইআইআরের মাধ্যমে মোবাইলের ডাটাবেইজ করা হয়েছে। কোন মোবাইল বৈধ পথে আর কোনগুলো অবৈধপথে দেশে আসছে তা দেখবে এনবিআর। আমরা দেখছি নেটওয়ার্কে যুক্ত থাকার পরে মোবাইল বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরুর পর অনেক মানুষ ভোগান্তিতে পড়ছেন।”
এনইআইআর প্রক্রিয়ার মাধ্যমে ডেটাবেইজ ব্যবহার করে রাজস্ব ফাঁকি রোধ করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চাইলে বৈধ-অবৈধ ফোন সম্পর্কে বিটিআরসি তথ্য দিতে পারবে বলে জানান টেলিযোগাযোগ মন্ত্রী।
পুরনো খবর:
অবৈধ হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়া শুরু ১ অক্টোবর থেকে: বিটিআরসি
নিবন্ধিত হচ্ছে মোবাইল হ্যান্ডসেট, বৈধ না হলে ৩ মাস সময়
নিবন্ধিত হচ্ছে মোবাইল হ্যান্ডসেট, বৈধ না হলে ৩ মাস সময়
১ জুলাই থেকে অবৈধ হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়া শুরু: বিটিআরসি প্রধান
নতুন বছরে অগ্রাধিকারে ফাইভ-জি, অবৈধ হ্যান্ডসেট বন্ধ
অবৈধ হ্যান্ডসেট বন্ধে আইটি প্রতিষ্ঠানের সঙ্গে বিটিআরসির চুক্তি
অবৈধ হ্যান্ডসেট বন্ধে ৩০ কোটি টাকায় প্রযুক্তি কিনছে বিটিআরসি
-
টিপু হত্যা: তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল
-
কুমিল্লা সিটির নতুন মেয়র ও কাউন্সিলরদের শপথ
-
ইভিএমকে ‘নিকৃষ্ট যন্ত্র’ বলল সুজন
-
ভোটারদের বিশ্বাসে যেন চিড় না ধরে: প্রধানমন্ত্রী
-
ডেমরায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
-
নোয়াখালীর দুই ইউপির নির্বাচন বাতিল চেয়ে ইসিকে নোটিস
-
আনিসের আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
-
বাড্ডায় কভার্ডভ্যান চাপায় দুজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’