লন্ডনে গাফফার চৌধুরীর স্বাস্থ্যের খোঁজ নিলেন রাষ্ট্রপতি

যুক্তরাজ্য সফররত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ  লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2021, 04:34 PM
Updated : 21 Oct 2021, 04:34 PM

রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাসপাতালে দর্শনার্থী সংক্রান্ত বিধি নিষেধের কারণে রাষ্ট্রপতি টেলিফোনে আবদুল গাফফার চৌধুরীর খোঁজ খবর নেন। এসময় তিনি যুক্তরাজ্যের বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিমের মাধ্যমে আবদুল গাফফার চৌধুরীকে শুভেচ্ছা হিসেবে ফুল পাঠান।"

একুশের গানের গীতিকার গাফফার চৌধুরী তার খোঁজখবর নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রপতি আবদুল গাফফার চৌধুরীর আশু আরোগ্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, সুস্থ হয়ে শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এই লেখক।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৬ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন গাফফার চৌধুরী।

রাষ্ট্রপতি হামিদ গত ৯ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির বার্লিনে যান। সেখান থেকে দেশে ফেরার পথে তিনি লন্ডন সফরে রয়েছেন।