সহিংসতায় উসকানি: ইসলামী বক্তা গ্রেপ্তার

কুমিল্লায় কোরআন শরীফ অবমাননার অভিযোগ তুলে পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনা দিন উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এক ইসলামী বক্তাকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2021, 02:29 PM
Updated : 21 Oct 2021, 02:29 PM

বৃহস্পতিবার ভোরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যার চুনকুটিয়া পূর্বপাড়া (আমিনপাড়া) জামে মসজিদের সামনে থেকে আব্দুর রহিম বিপ্লবী (৩৯) নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লার ঘটনার জের ধরে চাঁদপুরে একই দিনে হামলার ঘটনা ঘটে। সেখানে কয়েকজনের মৃত্যু হয়।

“এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ইসলামী বক্তা আব্দুর রহিম বিপ্লবী ওইদিনই এক ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য রাখেন।”

কুমিল্লা ও চাঁদপুরের ঘটনায় তিনি ‘পুলিশকে দায়ী এবং দোষী’ করে ‘অপমানজনক, তুচ্ছ-তাচ্ছিল্য, অবজ্ঞা এবং উগ্র বক্তব্য’ প্রচার করেন।

তার বিরুদ্ধে পল্টন মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে।