মামলার পর আবার নিজ মটরসাইকেলে আগুন

এবার হেলমেট না থাকায় পুলিশ মামলা দেওয়ার পর ক্ষুব্ধ হয়ে নিজের মটরসাইকেলে আগুন দিয়েছেন এক তরুণ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2021, 10:42 AM
Updated : 21 Oct 2021, 10:42 AM

বৃহস্পতিবার দুপুরের পর পলাশী মোড় থেকে নিউ মার্কেট থানায় যাওয়ার সড়কের মাঝামাঝি ইলিয়াস মিয়া নামে এক চালক এ ঘটনা ঘটান বলে জানায় পুলিশ।

ট্রাফিকের ডিসি (লালবাগ) মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পলাশীর মোড়ে মামলা দেওয়ার প্রায় ৪০ মিনিট পর নিরিবিলি জায়গায় গিয়ে তিনি মটরসাইকেলে আগুন লাগিয়ে দেন।

“এই মামলার আগে ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে তার বিরুদ্ধে আরও দুটি মামলা হয়। কিন্তু সেগুলো তিনি নিষ্পত্তি করেননি। তারপরেও তার কোনো কথা থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতেন।”

লালাবাগ থানার ওসি এম এম মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তাকে থানায় নিয়ে এসেছি, কথা বলছি জানার চেষ্টা করছি কেন তিনি এ কাজটি করেছেন।”

গত সেপ্টেম্বরে রাজধানীর বাড্ডার লিংক রোডে পুলিশ মামলা দেওয়ার পর নিজের মটরসাইকেলে আগুন দিয়ে তা ফেইসবুক লাইভ করে  আলোচনায় আসেন শওকত আলম সোহেল।