মেয়র আতিকের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

চার মাস আগে ভাষানটেকে উচ্ছেদ অভিযানের জের ধরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এক ব্যক্তির করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2021, 08:18 AM
Updated : 19 Oct 2021, 11:24 AM

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন মঙ্গলবার আব্দুর রহিম নামের ওই ব্যক্তির আবেদন শুনে তা খারিজ করে দেন।

আব্দুর রহিম নামের ওই ব্যক্তি তার আবেদনে নিজেকে ‘ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের রূপকার’ বলে দাবি করেন। সেখানে মেয়র আতিকের বিরুদ্ধে ‘জোর করে ভূমি দখল এবং ডিজিটাল মাধ্যমে আক্রমণাত্মক ও ভয় দেখিয়ে বক্তব্য দেওয়ার’ অভিযোগ এনেছিলেন তিনি।

তবে ওই আর্জিতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার মত ‘উপাদান না থাকায়’ বিচারক তা খারিজ করে দেন বলে ট্রাইবুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন জানান।