কিউকমের রিপন, আরজে নিরব ফের রিমান্ডে
আদালত প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Oct 2021 09:28 PM BdST Updated: 18 Oct 2021 09:28 PM BdST
এবার লালবাগ থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান রিপন মিয়া ও হুমায়ুন কবির ওরফে আরজে নিরবকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।
সোমবার ঢাকার মহানগর হাকিম মাসুদ উর রহমান রিপনকে দুই দিন ও নিরবকে এক দিনের হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার ইনভেস্টিগেশন এন্ড অপারেশনস এসআই শাখাওয়াত হোসেন ৫ দিনের রিমান্ড চেয়েছিলেন।
৬ অক্টোবর রিয়াজ উদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। লোভনীয় অফার দেখে তিন বন্ধুসহ তিনি কিউকম থেকে ৬৫ লাখ ৭৩ হাজার ৫৩৩ টাকার পণ্য অর্ডার করেন আগাম পরিশোধের মাধ্যমে। কিন্তু কিউকম তাদের পণ্যগুলো সরবরাহ করেনি।
প্রতারণার অভিযোগের মামলায় ৩ অক্টোবর রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরদিন পল্টন থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
এরপর তেজগাঁও শিল্পাঞ্চল থানার প্রতারণার মামলায় তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় রিমান্ড শেষে শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়। এরপর লালবাগ থানার মামলায় রিমান্ড আবেদন করল পুলিশ।
৮ অক্টোবর আরজে নিরবকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই তেজগাঁও থানার মামলায় নিরবের এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে ১০ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে আছে। এরপর লালবাগ থানার মামলায় তার রিমান্ড মঞ্জুর করল আদালত।
-
দুবছর পর ঢাকা থেকে কলকাতার পথে মৈত্রী এক্সপ্রেস
-
রাজনৈতিক শক্তি, আমলাতন্ত্র পুলিশের পরিবর্তন চাইবে না: শহীদুল
-
স্ত্রীর পাশে শায়িত হলেন গাফ্ফার চৌধুরী
-
গাফফার চৌধুরীকে সাংবাদিকদের শ্রদ্ধা
-
বাহরাইনে ছবির গল্পে-কথায় এক টুকরো বাংলাদেশ
-
প্রচার শুরু: মাঠ পর্যায়ে যাচ্ছেন সিইসি ও কমিশনাররা
-
শহীদ মিনারে শনিবার দুপুরে গাফফার চৌধুরীকে শ্রদ্ধা
-
শান্তি মিশনে নিহত ২ বাংলাদেশির জন্য ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- চাপ ছিল, প্রলোভনও ছিল: মসিউর
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’