দুই মামলায় পিয়াসার জামিন

ভাটারা ও খিলক্ষেত থানায় দায়ের করা মাদকের দুই মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসা জামিন পেয়েছেন। তবে আরেকটি মামলায় গ্রেপ্তার থাকায় তার মুক্তি এখনই হচ্ছে না।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2021, 04:30 PM
Updated : 30 Sept 2021, 04:30 PM

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত থেকে পিয়াসার জামিনের আদেশ হয়।

ভাটারা, খিলক্ষেত ও গুলশান থানার তিন মামলায় পিয়াসার জামিন শুনানি করেন মেজবাহ উদ্দিন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর অতিরিক্ত পিপি  তাপস কুমার পাল জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই মামলায় পিয়াসাকে জামিন দেন।

মেজবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তিন মামলায় পিয়াসার জামিনের আবেদন করেছিলাম। আদালত দুই মামলায় তার জামিন মঞ্জুর করেছেন। আরেক মামলায় জামিন পেলেই কারামুক্ত হতে পারবেন পিয়াসা।

“যেহেতু নিম্ন আদালতে এক মামলায় জামিন হয়নি। তাকে কারামুক্ত করতে আমরা উচ্চ আদালতে যাব। আইনি লড়াই চালিয়ে যাব।”

পিয়াসাকে গত গত ১ অগাস্ট রাতে ঢাকার বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তার বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ, ইয়াবা ও সিসা পাওয়ার কথা জানিয়েছিল গোয়েন্দা পুলিশ।

সেদিন মোহাম্মদপুর থেকে আরেক মডেল মরিয়ম আক্তার মৌকেও আটক করা হয়।

তখন গোয়েন্দা পুলিশ বলেছিল, পিয়াসা ও মৌ বাড়িতে ‘পার্টি’ করে বিভিন্নজনকে আমন্ত্রণ জানাতেন, সেই ছবি তুলে রেখে পরে তাদের ‘ব্ল্যাকমেইল’ করতেন।

গত ২৬ সেপ্টেম্বর ভাটারা থানার মামলায় পিয়াসার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সিআইডি পুলিশ।

পিয়াসা আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী।