ঢাকা উত্তরে বুধবারও বিশেষ টিকাদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার শুরু হওয়া করোনাভাইরাসের বিশেষ টিকাদান কর্মসূচি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বুধবারও চলবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2021, 03:46 PM
Updated : 28 Sept 2021, 03:46 PM

৫৪টি কেন্দ্রে বুধবার বেলা আড়াইটা থেকে টিকা দেওয়া শুরু হবে বলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. জোবায়দুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, ডিএনসিসির লক্ষ্য বিশেষ কর্মসূচিতে পাঁচ লাখ ডোজ টিকা দেওয়ার।

“আমাদের ৫৪টা সেন্টারে কালও টিকাদান চলবে। ঢাকা সিটিকে কিছুটা স্পেশাল কনসিডারেশনে নিতেই হবে অন্য জায়গার চেয়ে। আমি আরও কয়েকদিন এই বিশেষ কর্মসূচি চালাতে চাচ্ছি। আমাদের প্ল্যান আছে ডিএনসিসি এলাকায় পাঁচ লাখ টিকা দেব।”

জোবায়দুর বলেন, টিকাদান কেন্দ্র হিসেবে নির্ধারিত অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখন সকালে ক্লাস চলে। এ কারণে টিকার সময়সূচি পিছিয়ে আড়াইটা করা হয়েছে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ৭৫টি কেন্দ্রে মঙ্গলবার ২৮ হাজার ৭০২ ডোজ কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বুধবার টিকাদান কর্মসূচি চলবে না বলে জানিয়েছেন ডিএসসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের।

তিনি বলেন, “দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মঙ্গলবারই টিকা দেওয়া হয়েছে। বুধবার টিকা দেওয়ার কোনো নির্দেশনা আমরা পাইনি।”