সাতক্ষীরায় শেখ হাসিনার বহরে হামলায় দণ্ডিত আরেক আসামি গ্রেপ্তার

দুই দশক আগে সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার দায়ে দণ্ডিত আরেক আসামি গ্রেপ্তার হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2021, 06:01 PM
Updated : 26 Sept 2021, 06:02 PM

ফাইল ছবি

তরিকুজ্জামান ওরফে কনক নামে এই আসামিকে রোববার ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

তিনি এই মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার রিফাত রহমান শামীম।

এক মাস আগেই আরিফুর রহমান রঞ্জু (৪২) নামের দণ্ডিত আরেক পলাতক আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

উপকমিশনার রিফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে মিরপুরের একশ ফিট এলাকা থেকে কনককে গ্রেপ্তার করা হয়। মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত তিনি।”

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০২ সালে সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তখন ছিলেন বিরোধীদলীয় নেতা।

এ ঘটনার প্রায় এক যুগ পর আদালতের নির্দেশে ২০১৪ সালে সাতক্ষীরা কলারোয়া থানায় মামলা হয়।

এই বছরের শুরুতে দেওয়া বিচারিক আদালতের রায়ে বিএনপির সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের সময় ৩৪ আসামি গ্রেপ্তার ছিলেন; বাকিরা ছিলেন পলাতক। তাদের মধ্যে দুজন ধরা পড়লেন এক মাসের ব্যবধানে।