নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গবন্ধুর খুনি এবিএমএইচ নূর চৌধুরীকে অনতিবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2021, 01:15 PM
Updated : 26 Sept 2021, 01:15 PM

কানাডা আওয়ামী লীগ, ক্যুইবেক আওয়ামী লীগ ও কানাডা যুবলীগের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই দাবি তোলেন বলে রোববার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শনিবার এই সভা হয়েছিল। 

মুরাদ বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বর্তমানে কানাডায় পলাতক আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত নিতে আমাদের সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

“বাঙালি জাতিকে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা এনে দিয়েছিলেন যে মহান নেতা, তার হত্যাকারীদের বিচারের রায় আমরা কার্যকর করবই।”

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে জিয়াউর রহমানকে দায়ী করে তার মরণোত্তর বিচারের কথাও বলেন তথ্য প্রতিমন্ত্রী।

কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মাহমুদ মিয়ার সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডায় বাংলাদেশের হাই কমিশনার খলিলুর রহমান, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার হোসেন প্রমুখ।