গুলশানে ৩ ওষুধের দোকানকে চার লাখ টাকা জরিমানা

রাজধানীর গুলশানে অনুমোদনহীন ও আমদানিনিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে তিনটি দোকানকে চার লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2021, 03:20 PM
Updated : 23 Sept 2021, 03:20 PM

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার র‌্যাব-৪ এর একটি দল গুলশান-২ নম্বর মোড়ে এ অভিযান চালায়।

তিনটি দোকানের মধ্যে জান্নাত ফার্মা ও আর দুটি ইউনাইটেড ফার্মার শাখা।
জান্নাত ফার্মাকে দুই লাখ এবং ইউনাইটেড ফার্মার একটি শাখাকে দেড় লাখ, আরেকটি শাখাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও তিনটি ওষুধের দোকানে থাকা বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন অবৈধ ওষুধ জব্দ করে ধ্বংস করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিদর্শক নাহিন আল আলম অভিযানে সহযোগিতা করেন।