সরকারি সেবায় ৯০% যক্ষ্মা রোগী পুরো সুস্থ হয়: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় তিন লাখ যক্ষ্মা রোগীর ৯০ শতাংশ সরকারি স্বাস্থ্য সেবায় পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2021, 04:58 PM
Updated : 21 Sept 2021, 04:58 PM

মঙ্গলবার রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে ওয়ান স্টপ টিবি সার্ভিস সেন্টার ও রিজিওনাল টিবি রেফারেন্স ল্যাবরেটরি কার্যক্রম উদ্বোধন করতে এসে এসব তথ্য জানান

তিনি বলেন, “কোভিড মহামারীর সময়ে অন্যান্য রোগের সঙ্গে সরকার টিবি রোগেরও চিকিৎসা দিচ্ছে। আমাদের স্বাস্থ্যখাত কোভিড, ডেঙ্গুর পাশাপাশি যক্ষ্মা রোগেরও সঠিক চিকিৎসা দিয়ে যাচ্ছে। ফলে সরকারি স্বাস্থ্যসেবার মাধ্যমে যক্ষ্মা রোগে প্রতি বছর গড়ে (শতকরা) ৯০ ভাগ মানুষ পুরোপুরি সুস্থ হচ্ছে।”

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার দেশের অন্যান্য এলাকায় রোগীকেন্দ্রীক যক্ষ্মা রোগের সেবা সম্প্রসারণ করবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিঞা, মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর  মিলার,ইউএসএআইডি-বাংলাদেশ- এর উপ মিশন পরিচালক র‌্যান্ডি আলী,আইসিডিডিআর,বির ডা. তাহমিদ আহমেদ, টিবি ল্যাপরোসির লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।