সবুজবাগে ‘ভবন থেকে পড়ে’ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রাজধানীর সবুজবাগে ভবন থেকে পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে, যিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে স্বজনদের ধারণার কথা জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2021, 10:03 AM
Updated : 21 Sept 2021, 10:03 AM

মৃত শওকত হোসেন (৩৫) বেসিক ব্যাংকের সিনিয়র অফিসার ছিলেন।

মঙ্গলবার সকালে মধ্য বাসাবো নাভানা টাওয়ারের নয় তলা ভবনের নিচ থেকে আহত অবস্থায় তাকে পথচারীরা উদ্ধার করে সবুজবাগ থানার ওসি মুরাদুল ইসলাম জানান।  

শওকতের বড় বোন সুলতানা জানান, নয় তলা নাভানা টাওয়ারের পঞ্চম তলায় থাকতেন শওকত। মঙ্গলবার সকালে টিফিন নিয়ে তিনি কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে বের হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এরপর হয়তো সে লিফটে না উঠে ভবনের ছাদে চলে যায়। সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।”

ওসি মুরাদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শওকতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

“পরিবারের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। তাদের দাবি শওকত মানসিক রোগী ছিলেন, তার চিকিৎসা চলছিল।”