পাসপোর্ট ফেরত পেলেন না রোজিনা

অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলায় পাসপোর্ট জমা রাখার শর্তে জামিন নিয়েছিলেন প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম; তা ফেরত পেতে তিনি আবেদন করলেও তা নাকচ করে দিয়েছেন বিচারক।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2021, 12:54 PM
Updated : 19 Sept 2021, 12:54 PM

পাসপোর্ট ও জব্দ হওয়া জিনিসপত্র ফেরত চেয়ে রোজিনার আবেদন রোববার নাকচ করে দেন ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু সিদ্দিক।

রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বিষয়টি আদালতপাড়ার সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আদালতে আবেদনটি জমা দিয়েছিলেন তিনি।

তখন আদালত মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে শুনানির জন্য রোববার দিন ঠিক করেছিলেন।

গত ১৭ মে সরকারি ‘নথি চুরির চেষ্টার’ অভিযোগে অফিসিয়াল সিক্রেটস আইনে রোজিনাকে গ্রেপ্তার করা হয়েছিল।

এনিয়ে সাংবাদিকদের ক্ষোভ-বিক্ষোভের মধ্যে ছয় দিন পর জামিনে মুক্তি পান তিনি।

রোজিনার বিরুদ্ধে মামলাটি করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী।

তাতে তার বিরুদ্ধে অনুমতি ছাড়া মোবাইল ফোনে সরকারি গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার অভিযোগ আনে মন্ত্রণালয়।

তবে রোজিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।

গ্রেপ্তারের আগে সচিবালয়ে আটকে রাখার সময় রোজিনাকে ‘শারীরিকভাবে হেনস্তা’ করা হয় বলেও অভিযোগ করেছে তার পরিবার।