ডেঙ্গুতে এক দিনে ২ মৃত্যু, হাসপাতালে আরও ২৩২ জন

তিন দিন পর আবার ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2021, 01:53 PM
Updated : 18 Sept 2021, 01:57 PM

গত ২৪ ঘন্টায় এইডিস মশাবাহিত এই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে আরও দুই জন মারা গেছেন। এ নিয়ে চলতি মাসে ১৩ জন এবং চলতি বছর ৫৯ জনের প্রাণ গেল ডেঙ্গুতে।

এর আগে মঙ্গলবার তিন জন ডেঙ্গু রোগীর মৃত্যুর তথ্য দিয়েছিল অধিদপ্তর।

আর গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৩২ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ১৮৭ জন ডেঙ্গু রোগী ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪৫ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১ হাজার ১৯৭ জন ।

তাদের মধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ৯৯০ জন এবং অন্যান্য বিভাগে ২০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এ নিয়ে চলতি বছর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ১৫ হাজার ৪৬০ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ২০৪ জন। 

আর এ মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১০৪ জন।

গত অগাস্ট মাসে এই মৌসুমের সর্বোচ্চ ৭ হাজার ৬৯৮ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছরের প্রথম ৬ মাসে ডেঙ্গুতে কোন রোগীর মৃত্যু হয়নি। তবে জুলাই থেকে রোগী বাড়ায় গত আড়াই মাসেই ৫৯ জন মারা গেলেন ডেঙ্গুতে।

আরও পড়ুন