হেফাজত নেতা মুফতি রিজওয়ান গ্রেপ্তার

হেফাজত ইসলামের নেতা মুফতি রিজওয়ান রফিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2021, 08:02 AM
Updated : 18 Sept 2021, 10:41 AM

শুক্রবার রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে শনিবার ডিএমপির এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, “মতিঝিল, পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় কয়েকটি মামলা হয়েছে। সেসব মামলায় হেফাজতের নেতৃস্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতা গ্রেপ্তার রয়েছেন। 

“সম্প্রতি সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা, মিথ্যে তথ্য প্রচার ও উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন হেফাজত নেতা মুফতি রিজওয়ান রফিকী। সে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

নাশকতায় মামলার আসামি রিজওয়ান রফিকীকে রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময় বায়তুল মোকাররমে সহিংসতার ঘটনায় পল্টন থানায় করা একটি মামলায়ও রিজওয়ান আসামি।

সেই মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।