মেক্সিকোর স্বাধীনতার ২০০ বছর পূর্তি উপলক্ষে দেশটির আয়োজনে বিশেষ কুচকাওয়াজে অংশ নিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্যারেড কন্টিনজেন্ট।
Published : 17 Sep 2021, 07:44 PM
বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত এই কুচকাওয়াজে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস একটি দল মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরেকে সালাম প্রদর্শন করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মেক্সিকো সরকারের আমন্ত্রণে গত ১০ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীর এই দলটি সে দেশে যায় বলে আইএসপিআর জানিয়েছে।