সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটির মাধ্যমে এসব ব্যক্তিদের কাছে লিখিত ব্যাখ্যাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত এই কুচকাওয়াজে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস একটি দল মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরেকে সালাম প্রদর্শন করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ছবি: আইএসপিআর
ছবি: আইএসপিআর
মেক্সিকো সরকারের আমন্ত্রণে গত ১০ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীর এই দলটি সে দেশে যায় বলে আইএসপিআর জানিয়েছে।