নির্বাচন পর্যবেক্ষণে রাশিয়ায় সিইসি নূরুল হুদা

রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচন পর্যবেক্ষণে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এখন রাশিয়ায়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2021, 08:02 AM
Updated : 17 Sept 2021, 08:02 AM

তার একান্ত সচিব এ কে এম মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে একটি ফ্লাইটে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হন সিইসি।

শুক্রবার থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার ভোট চলছে। রাশিয়ার নির্বাচন কমিশনের আমন্ত্রণে এ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশের দুই সদস্যের প্রতিনিধিদলে সিইসির সঙ্গে রয়েছেন তার একান্ত সচিবও।

প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে বাল্টিক সাগর পর্যন্ত ১১টি টাইমজোনে বিভক্ত দেশটির ক্ষমতাকাঠামোর উপর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিয়ন্ত্রণ সামনের দিনে কতটা থাকবে- এবারের নির্বাচন ঘিরে তারই পরীক্ষা হচ্ছে।

৪৫০ আসনের রাশিয়ার পার্লামেন্ট দুমায় এখন প্রেসিডেন্ট ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়ার একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

সিইসির এই সফরে নির্বাচন পর্যবেক্ষণ ছাড়াও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। সফর শেষে আগামী ২২ সেপ্টেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এদিকে কোভিড পরবর্তী সমস্যা এবং পুরনো কিছু জটিলতার চিকিৎসা নিয়ে প্রায় দুই সপ্তাহ পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

তার একান্ত সচিব মুহাম্মদ এনাম উদ্দিন বলেন, “চিকিৎসার পর স্যারের শারীরিক অবস্থা তুলনামূলক ভালো। বুধবার অফিস করতে নির্বাচন ভবনেও গিয়েছিলেন।”

২০১৭ সালের ফেব্রুয়ারিতে কাজ শুরু করা ৫ সদস্যর বর্তমান ইসির মেয়াদ শেষ হবে আগামী ফেব্রুয়ারিতে।