হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় ডিপিডিসির গাড়িচালক নিহত

ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) এক গাড়িচালক নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2021, 03:26 PM
Updated : 16 Sept 2021, 03:26 PM

নিহতের নাম জয়নাল আবেদীন মজুমদার (৫৫)। দুর্ঘটনায় তার স্ত্রীসহ চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন, জয়নালের স্ত্রী ফেরদৌসী বেগম (৪৫), আবদুল কবির আকন্দ (৫৮), মালতি রায় চৌধুরী (৫০) ও অটোরিকশাচালক মহির উদ্দিন (৩৫)।

বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, দুর্ঘটনায় পর পাঁচজনকে হাসপাতালে আনলে জয়নাল বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত জয়নাল ছেলে জহিরুল ইসলামের বরাত দিয়ে বাচ্চু বলেন, বৃহস্পতিবার খিলগাঁও জোন ডিপিডিসির কর্মচারীদের নির্বাচন ছিল। দুপুরে ভোট দেওয়ার পর অটোরিকশায় তারা জুরাইন যাচ্ছিলেন। ফ্লাইওভারের উপর একটি বাসের ধাক্কায় অটোরিকশাটি উল্টে যায়।

জয়নাল ডিপিডিসির গাড়িচালক হিসেবে পোস্তগোলায় কর্মরত ছিলেন। আর বাড়ি চাঁদপুরের কচুয়ায়।