টিকার জন্য ইউজিসির ওয়েবসাইটে শিক্ষার্থীদের নিবন্ধনের সুযোগ

বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার আওতায় আনতে ওয়েব লিংক চালু করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2021, 01:23 PM
Updated : 16 Sept 2021, 01:25 PM

বৃহস্পতিবার চালু করা এই লিংকের (univac.ugc.gov.bd) মাধ্যমে শিক্ষার্থীরা টিকার জন্য নিবন্ধন করতে পারবে।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে দেড় বছর বন্ধ থাকার পর গত রোববার স্কুল-কলেজ খুলে দিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষার্থীদের টিকার নিবন্ধন শেষ হলে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া যাবে।

ফাইল ছবি

এ লক্ষ্যে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের টিকার আওতায় নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন।

ইউজিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তারা জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে নতুন চালু করা এই লিংক ব্যবহার করে নিবন্ধন করতে পারবে।

সেজন্য যাদের জন্ম নিবন্ধন সনদ নেই, তাদের দ্রুত জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে বলেছে ইউজিসি। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্মনিবন্ধন সনদ প্রদান করতে অনুরোধ জানিয়েছে ইউজিসি। 

এছাড়া যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র আছে তারাও এই লিংক ব্যবহার করে সুরক্ষা এ্যাপের সাথে সংযুক্ত হয়ে নিবন্ধন করতে পারবে।

শিক্ষার্থীদের ২৭ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

অধ্যাপক সাজ্জাদ বলেন, “এই ওয়েব লিংকের মাধ্যমে টিকা গ্রহণকারী ও নিবন্ধনকারী শিক্ষার্থীর সঠিক সংখ্যা জানা যাবে।”

শিক্ষার্থীদের টিকার নিবন্ধনের তথ্য পাওয়ার পর ইউজিসি স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করবে বলে জানান তিনি।

টিকা বাধ্যতামূলক করল জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য করোনাভাইরাসের টিকা গ্রহণ বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ।

আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করে টিকা নিতে নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার এ সংক্রান্ত ‘জরুরি নির্দেশনা’ অধিভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

নির্দেশনায় বলা হয়, “১৮ বছর ও তার বেশী বয়সী যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তাদের ২১ সেপ্টেম্বরের মধ্যে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করে এর নিবন্ধিত নম্বর সংশ্লিষ্ট লিংকে প্রবেশ করে দিতে হবে।”

এসব শিক্ষার্থী যাতে স্থানীয় পর্যায়ে কোভিড-১৯ এর টিকা নিতে পারে সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় পদক্ষেপ নেবে।

যারা করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন, তাদের তথ্য দ্রুত জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে বলা হয়েছে নির্দেশনায়।