শাহবাগ থেকে স্কলাসটিকা স্কুলের নারী কর্মকর্তার লাশ উদ্ধার

রাজধানীর শাহবাগে দুটি ভবনের মাঝ থেকে স্কলাসটিকা স্কুলের এক নারী কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2021, 02:09 PM
Updated : 15 Sept 2021, 02:09 PM

বুধবার বিকালে ইভানা লায়লা চৌধুরীর (৩২) লাশ উদ্ধারের কথা জানায় শাহবাগ থানা পুলিশ।

এদিন বেলা ১২টা থেকে তার খোঁজ পাচ্ছিল না পরিবার।

শাহবাগের হাবিবুল্লাহ রোডের (সাকুরা গলি) একটি নয় তলা বাসার পাঁচ তলায় পরিবারসহ থাকতেন ইভানা।

ওই ভবন ও পাশের আরেকটি ভবনের মাঝে তার দেহটি পড়ে ছিল বলে জানিয়েছেন শাহবাগ থানার এসআই আব্বাস উদ্দীন।

ইভানা স্কলাসটিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী ব্যারিস্টার আব্দুল্লাহ মাহমুদ হাসান আইনজীবী। নিহতের বাবার নাম আমান উল্লাহ চৌধুরী।

পুলিশ কর্মকর্তা আব্বাস জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, “ইভানাকে বেলা ১২ থেকে খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। পরে আশপাশের লোকজন দেখেন দুই ভবনের মাঝে তিনি পরে আছেন। স্থানীয়রা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে জানায়।“

এসআই আব্বাস জানান, পরিবারের লোকজন তাকে জানিয়েছেন ইভানা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। স্বজনদের ধারনা তিনি লাফিয়ে পরে মারা গেছেন।

এ বিষয়ে জানতে স্কলাসটিকা স্কুলের ওয়েবসাইটে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করা হলে মো. আল আমিন নামে একজন জানান, তিনি বিষয়টি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। তারা কিছু জানালে, তিনি সেটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানাবেন।